লেখকদের জন্য

 আপনি কি আমাদের ম্যাগাজিনে লিখতে আগহী। তাহলে অনুগ্রহ করে নিচের লেখাটুকু পড়ে নিন।
১. গেরুয়া রঙধনু সাহিত্যের অন্তরসূত্র।
২. এখানে পুরনো লেখক, নতুন লেখক, পাঠক, আলোচক, সমালোচক, ভাবুক--যে কেউই  লেখা পাঠাতে পারেন।
৩. মৌলিক গল্প, অনুবাদ গল্প, গল্প বিষয়ক আলোচনা, প্রবন্ধ, বই পরিচিতি, সাক্ষাৎকার, সমালোচনা, আত্মজীবনী, স্মৃতিকথা বা কথাসাহিত্যের যে কোনো বিষয়ে লেখা দিতে পারেন তবে লেখাটি রঙধনু রঙে রাঙানো হতে হবে।
৪. লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন। বিজয় ফন্টেও দিতে পারেন।
৫. নিজের লেখাই দেবেন। আমরা অন্যের লেখাকে নিজের নামে প্রকাশ সমর্থন করি না।
৬. লেখার জন্য কোনো শব্দসংখ্যা নির্দিষ্ট নেই।
৭. আলোচনা বা প্রবন্ধজাতীয় লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে দেবেন। তবে ধর্ম বিশ্বাস, সার্বভৌমত্বকে আঘাত করে এমন কোন লেখা প্রকাশ করা হবে না।
৮. লেখা মনোনয়নের ক্ষমতা ''গেরুয়া" কর্তৃপক্ষের। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করতে ''''গেরুয়া''' বাধ্য নয়।
৯. লেখার সঙ্গে অবশ্যই অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন।

লেখক পরিচিত


নামঃ যে নামে লেখা প্রকাশ করতে আগ্রহী
বর্তমান অবস্থানঃ
পেশাঃ
নিজের ওয়েব পেজ বা ব্লগ থাকলে লিঙ্ক দিনঃ
ইমেইল-ঠিকানা দেবেনঃ (অবশ্যই দিতে হবে)
ফোন নং (যদি ইচ্ছুক থাকেন)

(কোনো তথ্য প্রকাশের ইচ্ছে না থাকলে জানাবেন)
১০. লেখার দায় লেখকের।
১১. গেরুয়াতে প্রকাশিত লেখা অন্যত্রও প্রকাশ করতে পারেন।

১২. লেখা প্রকাশিত হলে তার লিঙ্ক ইন্টারনেটে শেয়ার করুন।

লেখা পাঠাবার ইমেইল ঠিকানা--
gayruamag@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?