সম্পাদকীয়

গেরুয়া একটি অনলাইন ভিত্তিক মাসিক ম্যাগাজিন। বাঙালী সমাজে সমকামিতা একটি অতি গোপনীয় বিষয়। তবুও বাঙালী সম্প্রদায়ের মাঝে সমকামিতার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে দেখা যায়। বাংলা সাহিত্যের মূল ধারায় সমকামিতা স্থান করে নিতে পারেনি। তাদের নিয়ে রচিত হয়নি কোন গল্প কাহিনী। এ এক ভূলে থাকার নিরন্তর প্রচেষ্টা। যেন নেই বললেই নেই হয়ে যাবে। ভার্চুয়াল জগতে একাধিক সমকামী লেখক নিজেদের অনুভূতিগুলো অক্ষরের মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমরা তাদের লেখা নিয়ে সাজিয়েছি এই সাইটটি। 
Image result for gay rights photo

আপনি সমকামী, উভকামী, বিষমকামী যাই হন না কেন আপনার যদি মানুষের গল্প পড়তে ভালো লাগে। মানব মনের সুখ দুঃখের খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান তবে আপনার জন্যই আমাদের এই গল্পের পসরা।

পৃথিবীর সব মানুষ সুখী হোক।
 
Image result for gay rights photo

২টি মন্তব্য:

  1. আপনাদের এই প্রচেষ্টা এবং উদ্যোগ কে স্বাগত
    জানাচ্ছি। এই ম্যাগাজিন এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

    উত্তরমুছুন

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?