বয়েজ অভ বাংলাদেশ (বব)

বয়েজ অভ বাংলাদেশ, সংক্ষেপে বব বাংলাদেশের সব থেকে পুরাতন রংধনু প্রতিষ্ঠান যারা এখনো পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের রংধনু জনগোষ্ঠী সব থেকে বৃহৎ নেটওয়ার্ক। অনিবন্ধিত, অপ্রাতিষ্ঠানিক এই সংস্থাটি একদল স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাশ্রমে পরিচালিত হয়।

২০১২ সালে অনলাইন গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে ববের যাত্রা শুরু হয়। তারা বিচ্ছিন্ন রংধনু জনগোষ্ঠীকে একটি প্লাটফর্মের নিচে একত্রিত করার চেষ্টা করে যেখানে সমভাবনার মানুষগুলো পরস্পরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে। দীর্ঘ ১৫ বছরের যাত্রায় ববকে অনেকটা পথ পাড়ি দিয়ে বর্তমান অবস্থানে আসতে হয়েছে।

সচেতনতা সৃষ্টি ও বৈষম্যমুক্ত পৃথিবীর লক্ষ্যে বব কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে ''আড্ডা''র আয়োজন এবং সচেতনা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করছে বব। বাংলাদেশে ৩৭৭ ধারা বাতিলের লক্ষ্যে কাজ করছে বব।

লিংকসঃ
ওয়েবসাইটঃ www.boysofbangladesh.org
ফেসবুকঃ https://web.facebook.com/BoBangladesh.LGBT
উইকিপিডিয়া https://en.wikipedia.org/wiki/Boys_of_Bangladesh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?