অনু আড্ডা ২৩ঃ সাদমান মুরসালিন



অনু আড্ডা ২৩শে আমাদের সাথে আছে সাদমান মুরসালিনসাদমান মুরসালিন তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার প্রশ্নগুলোর উত্তর বাংলাতে পাঠিয়েছ।

শুভ্রঃ কেমন আছো?
সাদমান মুরসালিনঃ ভালো আছি।


শুভ্রঃ তোমার বয়স কত চলছে?
সাদমান মুরসালিনঃ ২৩শে পা দিব কিছুদিন পর।

শুভ্রঃ কি করো?
সাদমান মুরসালিনঃ এখনো ছাত্র।

শুভ্রঃ তুমি তো একজন পুরুষপ্রেমী পুরুষ। সমকামী হিসেবে তোমার অনুভূতি কি?
সাদমান মুরসালিনঃ আনন্দিত কিনা জানি না। তবে ব্যথিত নই মোটেও।

শুভ্রঃ কখন বুঝতে পারলে এই আকর্ষণের ব্যাপারটা?
সাদমান মুরসালিনঃ ছোট বেলাতেই মন থেকে একটা সংকেত পেতাম। "তুই মেয়েপ্রমী না। তুই ছেলেপ্রেমী"। তবে বুঝতাম না তখন। বুঝেছি ক্লাস সিক্সে থাকতে।

শুভ্রঃ আর প্রথম সেক্সের অভিজ্ঞতা হলো কবে?
সাদমান মুরসালিনঃ যখন ক্লাস সেভেনে।

শুভ্রঃ কার সাথে হলো?
সাদমান মুরসালিনঃ সহপাঠি এক বন্ধুর সাথে।

শুভ্রঃ এরপরে সাধারনত জিজ্ঞেস করি প্রথম সেক্সের অভিজ্ঞতা জিজ্ঞেস করি। তোমাকে সেটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করছি প্রথম হাত মারার অভিজ্ঞতা কেমন ছিলো?
সাদমান মুরসালিনঃ প্রথম অভিজ্ঞতার কথা মনে নেই।

শুভ্রঃ হা হা হা। এখন করো না?
সাদমান মুরসালিনঃ এখনো করি।

শুভ্রঃ দিনে কতবার?
সাদমান মুরসালিনঃ সপ্তাহে ১-২বার।

শুভ্রঃ মাত্র! প্রথাগত বিবাহ করার কোন ইচ্ছে আছ?
সাদমান মুরসালিনঃ আমার কোন অধিকার নেই একটি মেয়ের জীবন নষ্ট করার।

শুভ্রঃ কিজানি জীবন নষ্ট হয় কিনা! প্রেম কি এসেছিলো তোমার জীবনে?
সাদমান মুরসালিনঃ এটাকে প্রেম বলবো কিনা জানিনা। তবে বন্ধুত্বের চেয়ে অনেক বেশি। এখন সে USA থাকে।

শুভ্রঃ কাকে তুমি সব থেকে বেশী ভালোবাসো?
সাদমান মুরসালিনঃ নিজেকে।

শুভ্রঃ উত্তরটা রূঢ় হলেও অনেক সত্যি। আচ্ছা পুরুষের শরীরের কোন অংশটি তোমাকে বেশী আকর্ষণ করে?
সাদমান মুরসালিনঃ ঠোঁট।

শুভ্রঃ ওয়াও! আমাকেও ঠোট খুবই টানে। কিন্তু লাল টুকটুকে ঠোঁট। পান খাওয়া ঠোট নয়। ন্যাচার‍্যাল লাল ঠোঁট। আর বিড়ি খাওয়া কালো ঠোঁটে আমি জীবনেও চুমু খাইনা। সমাজ কিংবা বাবা মায়ের কাছে কি সমকামী পরিচয় প্রকাশ করতে চাও?
সাদমান মুরসালিনঃ সত্যি কথা বলতে সমাজের ধার আমি ধারি না। আর মা-বাবা জেনে গেলে অনেক স্বাভাবিক হয়ে যেতাম। সব ভয় দূর হত।

শুভ্রঃ আমি এখনও এতটা সাহস করতে পারি না। বাংলাদেশে সমকামিরা কি কখনো সমধিকার অর্জন করতে পারবে বলে মনে হয়?
সাদমান মুরসালিনঃ যে সমাজ এখন পর্যন্ত নারী পুরুষের সমধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, সেখানে সমপ্রমীদের সমধিকার প্রত্যাশা করা যে অলীক স্বপ্ন।

শুভ্রঃ সমকামীদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাও?
সাদমান মুরসালিনঃ একটাই কথা, আমার এমনিতেই সমাজের কাছে অনেক নীচ। তাই আমরা এমন কাজ করবো না যা আমাদের আরও নিচে নামিয়ে দেয়।

শুভ্রঃ না আমরা কোন অর্থেই সমাজের নিচে নই। নিজেদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। #অনুআড্ডার কোন দিকটি তোমার কাছে ভালো লাগছে?
সাদমান মুরসালিনঃ অনু আড্ডার মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদের না বলা কথাগুলো বলতে পারছি। ভালোই লাগছে। অনু আড্ডার সফলতা কামনা করছি।

শুভ্রঃ ধন্যবাদ সাদমান মুরসালিন। অনু আড্ডার সাফল্য আমাকেও মুগ্ধ করে। হঠাৎ করেই একদিন নাঁটার সাক্ষাৎকার নিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম। সবার সাহায্য না পেলে ২৩ পর্যন্ত আসা সম্ভব হত না। আমার জানামতে বাংলাদেশে সমকামীদের নিয়ে এতগুলো পর্বের আর কোন অনুষ্ঠান হয় নাই। তবে সব কিছুরই শেষ আছে। #অনুআড্ডাও একদিন শেষ হয়ে যাবে। নতুন কোন উদ্যোক্তা নতুন কোন আইডিয়া নিয়ে হাজির হবে। এক সূতোয় বাঁধার চেষ্টা করবে সেক্স পাগল মানুষগুলোকে। তাদেরকে বোঝানোর চেষ্টা করবে আমরা শুধু সেক্স সর্বস্ব মানুষ নই, আমাদেরও মন আছে, আমরাও ভালোবাসতে জানি। সেই সোনালী সুদিনের প্রত্যাশায় রইলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?