রূপবান

রূপবান বাংলাদেশের একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাশ্রমে পরিচালিত অপ্রাতিষ্ঠানিক সংস্থা। বাংলা রূপবান শব্দের অর্থ সুদর্শন এবং আকর্ষণীয় পুরুষ। তবে রূপবান সুদর্শন পুরুষদের জন্য কাজ করে না। রূপবান যৌন ও লিংগ বৈচিত্র এবং ভালোবাসার ক্ষেত্রে মানবাধিকার সম্পর্কে সচেতনতা স্রৃষ্টির লক্ষ্যে কাজ করে চলেছে। 


২০১৩ সালে বাংলাদেশের প্রথম বাংলা গে ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে রূপবান যাত্রা শুরু করে। রূপবানের দুটি সংখ্যা প্রকাশের পর নানাবিধ কারণে ম্যাগাজিনটির প্রকাশনা বন্ধ রয়েছে। বর্তমান সময়ে রঙধনু যুব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপবান কিছু প্রোগ্রামের আয়োজন করছে।

লিংকসঃ
ফেসবুকঃhttps://www.facebook.com/roopbaanbangladesh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?