চৈত্র - মার্চ সংখ্যা /২০১৬

সুপ্রিয় বন্ধুগণ, গত দুটি সংখ্যায় আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশী সাড়া পেয়েছি। ভাবতে পারিনি ফেসবুকের বাইরে আমাদের এই আয়োজনে তোমরা সাড়া দেবে। আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গল্প প্রকাশের উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নয়। শুধুমাত্র প্রতি মাসের এক তারিখে গেরুয়া ম্যাগাজিন প্রকাশিত হবে। আমরা কাগজের ম্যাগাজিন পড়ার স্বাদ তোমাদের দিতে পারবো না কিন্তু দিতে পারবো মাসিক ম্যাগাজিন পড়ার অনুভূতি। তাই প্রতিদিন চেক করার প্রয়োজন নেই। মাসের যে কোন সময়ে এলে তুমি আমাদের সংখ্যাটি পড়তে পারবে। পুরাতন সংখ্যাগুলি পড়তে সকল সংখ্যা পাতায় ক্লিক করো। আর কথা নয়। মার্চ সংখ্যায় থাকছে এক ঝাঁক লেখকের লেখা গল্প।


Image result for page separator
    এপ্রিল সংখ্যায় আবারো দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। 


    ৬টি মন্তব্য:

    1. পুরো একমাস পরে গেরুয়ার আরেকটি সংখ্যা পড়ে খুবই ভালো লাগছে। আশাকরি পরের সংখ্যাতেই এই ভালো লাগা অব্যাহত থাকবে।

      উত্তরমুছুন
    2. প্রিয়সব লেখকের লেখা এক সংগে পেয়ে খুব ভালো লাগছে।

      উত্তরমুছুন
    3. ব্যতিক্রমী উদ্যোগ। ভালো লাগলো।

      উত্তরমুছুন
    4. এগুলো করে কি লাভ? খেয়ে দেয়ে আর কাজ নেই তোদের?

      উত্তরমুছুন
    5. অনিরুদ্ধ চাকমা১ মার্চ, ২০১৬ এ ১২:১২ AM

      ভালই লাগছে। তবে গল্পের সংখ্যা বেশী হওয়া উচিত। এক মাস পর এই কয়টি গল্প মানা যায় না।

      উত্তরমুছুন

    আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?

    আমাদেরও কিছু গল্প আছে। শোনার মত মানসিকতা কি আছে তোমার?